পত্নীতলায় ট্রাকচাপায় দুই ছেলেসহ বাবা নিহত

0
308

খবর ৭১: নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় দুই ছেলে ও তাদের বাবা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পৌরসভা এলাকার কাল্লাকাটি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার মহাদেবপুর উপজেলার মোল্লাকুড়ি উত্তরপাড়া গ্রামের আব্দুস সালাম (৫৪), তার ছেলে তৌফিক ইসলাম (২৭) ও রনি (২৫)। ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, মোটরসাইকেলে দুই ছেলেকে নিয়ে আব্দুস সালাম বাড়ি থেকে পত্নীতলার নজিপুরেরর দিকে যাচ্ছিলেন। পৌরসভার কাল্লাকাটি মোড়ে পৌঁছালে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া সাপাহারগামী একটি ট্রাক মোটরসাইকলের পিছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন ট্রাকের নিচে চাপা পড়ে ঘটস্থলেই মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here