খবর৭১:দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভোগা বলিউড অভিনেতা দিলীপ কুমারের অবস্থার অবনতি হয়েছে। এখন তিনি নিজের স্ত্রীকেও নাকি চিনতে পারছেন না বলে জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম।
এর আগে কিডনির সমস্যা ও অতিরিক্ত পানি শূন্যতার কারণে ২০১৭ সালের আগস্টে টানা এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছিল তাকে। এদিকে বছর ঘুরে গত মাসে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। দিলীপ কুমারের চিকিৎসা করানো থেকে শুরু করে সার্বক্ষণিক সঙ্গী হয়ে আছেন স্ত্রী সায়রা বানু।
দিলীপ কুমার ও সায়রা বানুর ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন, দিলীপ কুমার এখন কাউকে চিনতে পারছেন না। এমনকি কথা বলাও বন্ধ করে দিয়েছেন তিনি।
খবর৭১/জি