খবর৭১ঃরাশিয়ার একটি শক্তিশালী যুদ্ধবিমান ‘মিগ-২৯’ বিধ্বস্ত হয়েছে। শুক্রবার মস্কোর কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয় বলে খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম তাস নিউজ এজেন্সি।
বিমানটি বিধ্বস্ত হলেও পাইলট নিরাপদে প্রস্থান করে। বিমানটি দুর্ঘটনায় পড়ার সঙ্গে সঙ্গে পাইলট বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় বলে খবরে উল্লেখ করা হয়েছে।
তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি দেশটি।
রাশিয়ার মিগ-২৯ যুদ্ধবিমান দেশটির অত্যাধুনিক বিমানগুলোর মধ্যে একটি। সোভিয়েত আমলে রাশিয়া প্রথম এ বিমান তৈরি করে।
খবর৭১/এসঃ