খবর৭১ঃগ্যাসলাইন লিকেজ (ছিদ্র) হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা হাউজ বিল্ডিংয়ে প্রচণ্ড বেগে গ্যাস নির্গত হচ্ছে। শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, তিতাস গ্যাসের টিম এবং স্থানীয় প্রশাসনের একাধিক টিম গ্যাস বন্ধে কাজ করছে।
এদিকে এ ঘটনায় আজমপুর বিশ্বরোড এবং হাউজ বিল্ডিং থেকে গাজীপুর রাস্তার দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
তিতাস গ্যাসের উত্তরা অঞ্চলের দলনেতা শাহ মো. আকমল জানান, খবর পেয়ে তিতাস গ্যাসের টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। এবং পাইপ মেরামতের কাজ করছেন।
উত্তরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুলফিকার আলী জানান, গ্যাসলাইন ছিদ্র হওয়ার খবর পেয়ে রাস্তায় গাড়ি এবং জনগণের নিরাপত্তার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের প্রবেশপথে হাউজ বিল্ডিং বাসস্ট্যান্ড এবং বাহিরপথে আজমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। গ্যাসলাইনের মেরামত সম্পন্ন হলে আবার চলাচল স্বাভাবিক করে দেয়া হবে।
ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম জানান, রাত ৯টার দিকে খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের টিম নিয়ে ঘটনাস্থলে আসেন। এবং তিতাস গ্যাসকে লাইনের ছিদ্র মেরামতে সহযোগিতা করছেন।
খবর৭১/এসঃ