খবর ৭১ঃ গত বছর আবরাম খান জয়ের প্রথম জন্মদিনে পার্টির আয়োজন করেছিলেন মা অপু বিশ্বাস। সেখানে উপস্থিত ছিলেন না বাবা শাকিব খান।
গতকাল ছেলে জয়ের দ্বিতীয় জন্মদিনেও বাবা শাকিবকে দেখা গেল না। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের একটি অভিজাত রেস্তোরাঁয় জয়ের জন্মদিনের উৎসব আয়োজন করা হয়।
অবশ্য বৃহস্পতিবার শাকিব খান গণমাধ্যমকে বলেন, ‘তিনি ব্যস্ত থাকায় জয়ের জন্মদিনের পার্টিতে যেতে পারছেন না। রাতে নিজেই জয়কে নিয়ে একটা পার্টি করবেন। ‘
শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র কালের কণ্ঠকে বলেন, কৌশলগত কারণে শাকিব ওই অনুষ্ঠানে উপস্থিত হতে চাননি। জটিলতা এড়াতেই শাকিবের এই দূরে থাকা। তবে জয়ের জন্য শাকিবের ভালোবাসা কেমন এটা তো সবাই জানে- মন্তব্য সূত্রের।