এস. এম. রাসেল, মাদারীপুর:
মাদারীপুরে বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সদর উপজেলার ৭টি জলাশয়ে ৭১৪ কেজি বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করা হয়।
জানা গেছে, সকাল ১০টার দিকে শহরের শকুনী লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাহারুল ইসলাম, ঢাকা মৎস্য ভবনের সহকারী পরিচালক মোঃ মহাসিন আলী, খামার ব্যবস্থাপক মোঃ সেকান্দার আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা পূর্নিমা হালদারসহ মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় সদর উপজেলার খেয়াজপুর, ঝাউদি ও দুধখালি ইউনিয়নের ৭টি জলাশয়ে রুই, কাতলা, মৃগেল মাছের ৭১৪ কেজি পোনা অবমুক্ত করা হয়।