দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমানের কার্যালয়ে গত বুধবার রাতে বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখা ও উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবকপার্টির পক্ষ থেকে সৌজন্য স্বাক্ষাত করে তাকে পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবকপার্টির সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মিল্টন রহমান, পৌর স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ডাঃ ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবকপার্টির নেতা মাহমুদ হাসান মীম প্রমুখ। বগুড়া জেলা ট্রাক মালিক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব মোবারক আলী, সভাপতি আশরাফুজ্জামান সাগর, সহসভাপতি রায়হান সরদার রতন, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, সহসাধারণ সম্পাদক রেজাউল করিম জুয়েল, সড়ক সম্পাদক মোহাম্মদ হাসান, সদস্য রুবেল হোসেন প্রমুখ।