দুপচাঁচিয়ায় থানার ওসির হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নূর নাহার

0
245

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল নাবালিকা নূর নাহার(১৫)। সে উপজেলার গুনাহার ইউনিয়নের পালোকুড়ি গ্রামের আলহাজ্ব আব্দুর রশিদের মেয়ে।
পুলিশ জানায়, বুধবার রাতে পালোকুড়ি গ্রামে আলহাজ্ব আব্দুর রশিদের মেয়ে নূর নাহার এর সঙ্গে তার বাড়িতে একই উপজেলার চন্ডি মন্ডল(ছোট করমজি) গ্রামের মবেদ আলী প্রামানিকের ছেলে সেজু প্রামানিক(২৩) এর বিয়ের আনুষ্ঠানিকতার প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান, এসআই আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স সহ বিয়ে বাড়িতে উপস্থিত হন। সেই সঙ্গে মেয়ের বাবা-ভাই সহ উপস্থিত সবাইকে এ বাল্য বিয়ে না দেয়ার কথা বলেন। তখন পর্যন্ত বর পক্ষ বিয়ে বাড়িতে উপস্থিত হননি। পরে মেয়ের বাবা ও ভাই ১৮বছর বয়স না হওয়া পর্যন্ত নূর নাহারকে বিয়ে দিবেনা বলে পুলিশের নিকট মুচলেকা লিখে দেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মিজানুর রহমান নাবালিকা নূর নাহারের বাল্য বিয়ে বন্ধ ও মুচলেকা লিখে নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here