ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান নিজের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ

0
335

খবর৭১:ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান এয়ার মার্শাল এস বি ডিও নিজের ছোঁড়া গুলিতে বিদ্ধ হয়েছেন। ভুলবশত তিনি তাঁর উরুতে গুলি ছুঁড়েছেন। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পর বিমানবাহিনীর উপপ্রধানকে নয়াদিল্লির একটি সামরিক হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।

যদিও ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

১৯৭৯ সালের ১৫ জুন ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধ বিমানের পাইলট হিসেবে কমিশন পান এয়ার মার্শাল ডিও। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ ও ভারতের ন্যাশনাল ডিফেন্স একাডেমির সাবেক ছাত্র তিনি।

২০১৭ সালে জানুয়ারিতে তিনি ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব নেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here