গুপ্তচরবৃত্তির অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র

0
381

খবর৭১:গুপ্তচরবৃত্তির অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। আটক ওই চীনা নাগরিকের নাম জি চাওকুন (২৭)।

মার্কিন বিজ্ঞানী ও প্রকৌশলীদের নিয়োগে বেইজিংয়ের উদ্যোগকে সহায়তার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

ওই চীনা নাগরিক প্রায় আট মার্কিন নাগরিকের জীবনবৃত্তান্ত সংগ্রহ করে চীনা গোয়েন্দাদের কাছে তুলে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এদের কয়েকজন মার্কিন প্রতিরক্ষা ঠিকাদার।

জি চাওকুন ২০১৩ সালে স্টুডেন্ট ভিসায় শিকাগোতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে আসে। তার বিরুদ্ধে মার্কিন এটর্নি জেনারেলকে অবহিত না করে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, জি চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রণালয়ের একজন ‘উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার’ নির্দেশনায় কাজ করতেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here