ধর্ষণ মামলায় পাঞ্জাবের জলন্ধারের রোমান ক্যাথলিক গ্রেফতার

0
592

খবর৭১:ধর্ষণ মামলায় পাঞ্জাবের জলন্ধারের রোমান ক্যাথলিক ডায়োসিস বিশপ ফ্র্যাংকো মুলাক্কালকে বুধবার থেকে কোচির অপরাধ দমন শাখার দফতরে জেরা করা হচ্ছিল।

প্রতিদিন ৭ ঘণ্টা করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শুক্রবারও সকাল পৌনে ১১টার দিকে তিনি হাজির হন পুলিশ সদর দফতরে। এদিন জেরার পরেই তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয়া হয়।

সন্ন্যাসিনীর অভিযোগ, ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে বিশপের একাধিকবার ধর্ষণ ও অস্বাভাবিক যৌনাচারের শিকার হয়েছেন তিনি।

ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী ইপি জয়ারাজন জানান, তদন্ত ঠিকপথে এগোচ্ছে। রাজ্য সরকার সবসময় নিগৃহীতার পাশে রয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here