উটের ফ্যাশন!

0
935

খবর ৭১ঃ সচেতন আর অবচেতন হোক, মানুষ মাত্রেই ফ্যাশন করে। তবে উট ফ্যাশন করছে এমন শুনলে কেমন লাগবে বলুন তো? অবিশ্বাস্য মনে হলেও ফ্যাশন করা উট দেখা মিলবে ভারতের রাজস্থানে। উটের গায়ের পশম দিয়ে করা নানা নকশা ফুটে উঠেছে রাজস্থানের উটে। রাজস্থানের অনেক জায়গা আছে যেখানে এখনো চলাচল ও বোঝা টানার জন্য উট ব্যবহার করা হয়। তবে ফ্যাশন করা রাজেস্থানের এই উট ব্যবহার করা হচ্ছে পর্যটকদের ভ্রমণের জন্য। পর্যটকরা এসব উটের পিঠে চড়ে ঘুরে বেড়ান।

রাজস্থানে গেলে এই উট আপনার নজর কাঁড়বেই। কারণ সেই উটের গায়ে পশম কেটে নানা নকশা তৈরি করা হয়েছে। যে নকশায় রামায়ণ, মহাভারত থেকে শুরু করে ইন্ডিয়ার নানা নকশা ফুতে উঠেছে। দেখলে যেন মনে হবে উট তার সারা গায়ে নানা রকমের ট্যাটু এঁকে রাখা হয়। আর প্রতিটি নকশা খুব আকর্ষনীয় ও জীবন্ত।

আর এই নকশার কারণেই সেই উটগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে আছে। রাজস্থানে ঘুরতে যাওয়া পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এখন এই উটগুলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here