কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

0
364

কোটালীপাড়া প্রতিনিধি:
কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি বিল জাতীয় সংসদে পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন গোপালগঞ্জের কোটালীপাড়ার সকল কওমী মাদ্রাসার শিক্ষক এবং ছাত্ররা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মহুয়া চত্ত্বর থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় মাওলানা কবীরুল ইসলাম, মাওলানা মাহমুদ হাসান শামীম, উপজেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, মাওলানা আবুল কালাম, মাওলানা সাফায়েত হোসেন, মাওলানা জাকারিয়া, কারী বশির আহম্মেদ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মিষ্টি বিতরণ করা হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here