সোনারগাঁওয়ে বারদী ইউনিয়ন চেয়ারম্যান জহিরুল হকের ছোট ভাই আজিজুল হক আর নেই

0
611

জহিরুল ইসলাম মৃধা সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হকের ছোট ভাই মো: আজিজুল হক (৩৮) হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার ভোরে বারদীর মিস্ত্রিপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বারদী মার্কাস মসজিদের মাঠে মরহুমের জানাযা শেষে স্থানীয় ছটাকিয়া কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ আব্দুর রব,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিম সিকদার শিপলু, কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ ওমর, সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, ,সোনারগাঁ থানা যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব রাশেদউদ্দিন আহম্মেদ মনজু, বারদী ইউনিয়ানে ইউপি সদস্য বৃন্দ,আওয়ামীলীগ.জাতিয়পার্টি ও বিএনপির বিপুল সংখ্যক নেতা কর্মীরা।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here