ছাতকের দিগলবন্দ গ্রামের মাদ্রাসা ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ

0
274

হাবিবুর রহমান নাসির ছাতক প্রতিনিধিঃ
ছাতকের কালারুকা ইউনিয়নের বোবরাপুর প্রকাশিত দিগলবন্দ গ্রামের আব্দুল আলিমের পুত্র ফেরদৌস আহমদ(১৫) নামের এক মাদ্রাসা ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সে নিখোঁজ হয়। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের পিতা আব্দুল আলিম গত রোববার সিলেট জালালাবাদ থানায় একটি জিডি(নং- ৭৩২) করেন। জানা যায়, ফেরদৌস আহমদ জালালাবাদ থানার লালাগাঁও হাবিবিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার বোডির্ংয়ে থেকে হিফজ শাখায় হাফেজি বিষয়ে পড়ালেখা করে আসছিল। গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বেরিয়ে যায়। গভীর রাত পর্যন্ত সে আর মাদ্রাসায় ফিরে না গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ মোবাইল ফোনে ফেরদৌস আহমদের পরিবারকে নিখোঁজের বিষয়টি অবগত করেন। পরে তার পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে অনেক খোঁজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। নিখোঁজ হওযার সময় তার পড়নে পাঞ্জাবী-পায়জামা ছিল বলে তার পরিবার সূত্রে জানা গেছে। সিলেটের আ লিক ভাষায় কথা বলে ফেরদৌস আহমদের ফিরে আসার প্রহর গুনছে তার মা-বাবা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here