মাদারীপুরে ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

0
313

এস. এম. রাসেল, মাদারীপুরঃ
কৃষিক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরুপ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি কে আজীবন সম্মাননা পদকে ভূষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রবিবার সকালে আনন্দ র‌্যালী ও সমাবেশ করেছে মাদারীপুর জেলা ছাত্রলীগ।

সকালে শহরের ইটেরপুল এলাকা থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক, সহ-সভপতি শাহাদাত হোসেন সোহাগ, মোঃ মিজানুর রহমান, আশিকুর রহমান আশিক, মেহেদী হাসান শামীম, জাহিদ গৌরা, যুগ্ম সম্পাদক রাশেদুল ইসলাম সাদ্দাম, বায়জীদ হাওলাদার, লিংকন প্রমুখ। র‌্যালীতে আওয়ামীলীগ ও সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উলেখ্য রাজধানীর খামারবাড়ি বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটশন চত্বরে কেআইবি’র ৬ষ্ঠ জাতীয় কনভেনশন, আন্তর্জাতিক সেমিনার, কাউন্সিল অধিবেশন ও বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here