আসাদুল ইসলাম সবুজ, লালমনিরহাট:: লালমনিরহাটে এক স্কুল ছাত্রীকে উত্ত্যাক্তের অভিযোগে শাহাদত হোসেন শুভ (১৯) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রানী রায় তার কার্যালয়ে এ আদেশ প্রদান করেন।
সাজাপ্রাপ্ত বখাটে শাহাদাত হোসেন শুভ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘুমারু ভিমশিতলা এলাকার আবু হান্নান সরকারের ছেলে।
লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের তৈলখ নাথ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয় চলাকালিন সময় উত্ত্যাক্ত করে বখাটে শাহাদাত হোসেন শুভ। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে বখাটে শাহাদাত হোসেন শুভকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তিনি তার দোষ স্বীকার করলে আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত শাহাদাত হোসেন শুভকে লালমনিরহাট কারাগারে পাঠানো হয়েছে।
খবর৭১/এসঃ