খবর ৭১ঃনতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সংবিধান প্রণেতা ড. কামালকে উদ্দেশ্য করে বলেছেন, ঐক্যের নামে অনৈক্য প্রক্রিয়া বন্ধ করুন। মনে রাখবেন ৪ জনের কাঁধে ভর দিয়ে আপনি কেবল গাড়িতে উঠতে পারবেন, গদিতে নয়। কেননা, স্বাধীনতার পর থেকে গত ৪৮ বছরে আপনারা একটিবারের জন্যে নতুন প্রজন্মের রাজনীতিকদেরকে মূল্যায়ন করতে পারেননি। যখনই ভেবেছেন, তখনই বুড়ো হিসেবে বুড়োদেরকে টেনেছেন। মনে রাখবেন, নতুন প্রজন্মেরর রাজনীতিক ব্যতিত ৪৭, ৫২, ৬৬, ৬৯, ৭১, ৯০ এবং সর্বশেষ ২০০৭-৮-এর আন্দোলনও সফল হতো না। অতএব, কিছু করতে চাইলে, সবার আগে নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে কাছে টানুন। তা না হলে থারির তেল ন্যাতাতে নিয়েই ফিরতে হবে বৃদ্ধ বয়সে।
‘নতুনধারার রাজনীতিকের দৃষ্টিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ নতুনধারা বাংলাদেশ এনডিবির সভাপতি মাহামুদ হাসান তাহের-এর সভাপতিত্বে বিসিসিডব্লিউ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাইস চেয়ারম্যান মুমতাহিনা মুন, চন্দন সেনগুপ্ত, মহাসচিব হাসিবুল হক পুনম, সিনিয়র যুগ্ম মহাসচিব ইব্রাহিম খলিল প্রধান, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন ভূঁইয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। ১২ সেপ্টেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৪, ঢাকা-৮, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-২, সাতক্ষীরা-২, বরিশাল-৪ সহ বেশ শতাধিক আসনে প্রার্থী বাছাইয়ের ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান নতুনধারার রাজনীতির প্রবর্তক মোমিন মেহেদী।
খবর৭১/ইঃ