উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত, ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে বধুবার (১২সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। আমাদের নড়াইল প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের নেতৃত্বে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি ইউসুফ মুসল্লিকে (২৫) আটক করা হয়। ইউসুফ জেলার মঙ্গলহাটা গ্রামের আব্দুর রউফ মুসল্লির ছেলে। ওসি আশিকুর রহমান জানান, ইউসুফকে নড়াইল-যশোর সড়কের হাতিরবাগান বাস কাউন্টারের সামনে থেকে মাদকসহ আটক করা হয়। মোট গ্রেফতার ৩৩ জন। সদরে ৮ জন, লোহাগড়া ১১ জন, কালিয়া ৮ জন, নড়াগাতি ৬ জন। উদ্ধার ৭৫ পিস ইয়াবা।গ্রেফতারের সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, ডিবি পুলিশের ওসি আশিকুর রহমানের। মোট ৩২ জনকে গ্রেফতার। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম ,নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে, জানান, মোট গ্রেফতার ৩৩ জন। সদরে ৮ জন, লোহাগড়া ১১ জন, কালিয়া ৮ জন, নড়াগাতি ৬ জন। উদ্ধার ৭৫ পিস ইয়াবা, কালিয়া। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাকি।
খবর৭১/ইঃ