ডিআরইউ সাবেক সভাপতি মোস্তাক হোসেন আর নেই

0
466

খবর৭১:ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশেষ প্রতিনিধি মোস্তাক হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির বর্তমান সভাপতি সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম বলেন, ‘মোস্তাক ভাই বেশ কিছুদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে তার কিডনি ডায়ালাইসিস সম্পন্ন করে বৃহস্পতিবার বাসায় ফেরেন তিনি। তবে এরপরের দিনই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আবারও সিসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আজ সোমবার বাদ জোহর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার জানাজা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।

মোস্তাক আহমেদ ডিআরইউ-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন ২০১০-১১ সালে। বহুল জাতীয় দৈনিক অাজকের কাগজে কাজ করতেন সাংবাদিক মোস্তাক আহমেদ।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here