ডিআরইউ এর সাবেক সভাপতি, সাংবাদিক মোস্তাক হোসেন মারা গেছেন

0
486

খবর ৭১: ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর সাবেক সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোস্তাক হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বেশ অনেকদিন ধরেই শারীরিকভাবে বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন তিনি।

আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় চির বিদায় নেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে সর্বশেষ গত শুক্রবার তাকে এখানে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তানসহ রেখে গেছেন।

রাজনৈতিক বিটের এক সময়ের তুখোর রিপোর্টার মোস্তাক হোসেন দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন। তিনি ছিলেন বিজ্ঞান মনস্ক ও জ্ঞানপিপাসু আপাদমস্তক একজন সাংবাদিক। তিনি জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here