খবর ৭১: তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় আলোকচিত্রী ড.শহিদুল আলমের জামিন চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন ঠিক করেছেন হাইকোর্ট।
সোমবার রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খোন্দকার দিলুরুজ্জামানের বেঞ্চ এই দিন ঠিক করে দেন। আজ আদালতে তার শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও ব্যারিস্টার জ্যের্তিময় বড়ূয়া।
এর আগে গত ২৮ আগস্ট শহিদুল আলমের জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। সারা হোসেন জানান, আজকে শহিদুল আলমের পক্ষে জামিনের আবেদন হাইকোর্টের (কজলিস্টে) কার্য তালিকায় ছিল। আদালত রাষ্ট্রপক্ষকে বলেছেন, যেহেতু এ আবেদনটির ফাইল ছয় দিন ধরে পরে আছে এ ব্যাপারে তাদের কোন বক্তব্য থাকলে তাহলে তা লিখিত আকারে দাখিল করতে।