জামালগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীকে আসামী করে মামলা: ৫ জন জেলে

0
409

জামালগঞ্জ(সুনামগঞ্জ)প্রতিনিধি:

জামালগঞ্জ উপজেলা বিএনপির অায়োজনে দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিল থেকে গত ১লা সেপ্টেম্বর শনিবার নাশকতার অভিযোগে ৫ জনকে পুলিশ গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন,জামালগঞ্জ সদর ইউনিয়নের জাহেদুল ইসলাম(৪০),জামিল আহমদ সোহান(২০),কিবরিয়া(২৪),মিয়া হোসেন(৪৫)সাচনা ইউনিয়নের আশরাফ আলী(৩০)।তবে গ্রেফতারকৃতদের দলীয় পরিচয় জানা যায়নি।

মামলা সূত্রে জানাযায়,আসামীদের উপর ১৯৭৪ইং সনের বিশেষ ক্ষমতা আইনের১৫(৩)তৎ সহ দ:বি:১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩৪ ধারায় বেআইনি জনতাবদ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা সহ সরকারী বেসরকারী স্থাপনার ক্ষতি সাধনের লক্ষ্যে অন্তর্ঘাতমূলক কাজের ষড়যন্ত্র এবং সরকারী কর্মচারীর কাজে বাঁধা দান সহ অাক্রমণ ও জখম করার অপরাধের অভিযোগ করা হয়েছে।জামালগঞ্জ থানায় মামলা নং ০১,তারিখ ১লা সেপ্টেম্বর ২০১৮ইং।

জানাযায়,জামালগঞ্জ উপজেলা বিএনপির(স্থগিত)কমিঠির সভাপতি নূরুল হক অাফিন্দি ও সাধারন সম্পাদক শাহ মো:শাহজাহানের নেতৃত্বে গত পহেলা সেপ্টেম্বর বিদ্যমান দুইটি বলয় পৃথক ভাবে দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করেন।ঐদিনের মিছিল থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।পরে উভয় বলয়ের শীর্ষ নেতাসহ ৩০জন বিএনপি নেতাকর্মীকে আসামী করে পুলিশ বাদী হয়ে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন,গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।অন্যান্য আসামী ধরতে অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here