উজ্জ্বল অধিকারী, বেলকুচি, (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ- হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম গ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল।
তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।
সিরাজগঞ্জের বেলকুচিতে শ্রী কৃষ্ণের জন্মঅষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল ৮টায় বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি বেলকুচি মহাশশ্নান থেকে শুরু হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে এসে শেষ হয়।
উক্ত র্যালীতে উপস্থিতি ছিলেন, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ওলিউজ্জামান অফিসাস ইনর্চাজ (ওসি) আব্দুল রাজ্জাক,উপজেলা জাতীয় হিন্দু মহা জোটের সভাপতি জয় শংকর সাহা, চালা শ্রী শ্রী কালি মাতা মন্দিরের সভাপতি হেমন্ত নাথ চৌধুরী, সহ-সভাপতি বিশ্বজীৎ রাজবংশী, সাধারন সম্পাদক তাপস কুমার দাস,বেলকুচি শ্রীমন মহাপ্রভুর আখড়া সহ-সভাপতি মুকুল চন্দ্র মজুমদার, দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সাধারন সম্পাদক রতন সাহা, হিসাব রক্ষক দেবব্রত প্রাং, বেলকুচি সরকারী কলেজের সহকারী অধ্যাক্ষ ব্রজগোপাল সাহা, অমৃত নারায়ণ দে, বিদ্যুৎ কুমার সাহা, গৌতম সাহা, প্রদীপ সাহা, তপন মিত্র, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখা সভাপতি উজ্জল অধিকারী সহ বেলকুচির শ্রী কৃষ্ণের সকল ভক্তবৃন্দ।