খবর ৭১: ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জনসভার অনুমতি পেয়েছে বিএনপি।
ওই দিন বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ জনসভা অনুষ্ঠিত হবে।
বুধবার বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার দুপুরে বিএনপির তিন সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে পুলিশের পক্ষ থেকে জনসভা করার অনুমতির বিষয়টি জানানো হয়।
প্রতিনিধিদলে শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ উপস্থিত ছিলেন।
ডিএমপি কার্যালয় থেকে ফিরে আব্দুস সালাম আজাদ যুগান্তরকে বলেন, জনসভা সফল করার জন্য আমাদের সব প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, এবারের সমাবেশ ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে।
খবর ৭১/ই: