খবর৭১:গুগল, ফেসবুক ও টু্ইটারকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ তিনটি সংস্থাকে পক্ষপাতের ব্যাপারে সতর্ক হতে বলেছেন।
তারা ‘বিপজ্জনক অঞ্চলে হাঁটছে’ বলে মন্তব্য করেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন- ‘ট্রাম্প নিউজ’-এর জন্য গুগল সার্চ রেজাল্টে কেবল ভুয়া গণমাধ্যমের প্রতিবেদন ভেসে ওঠে। তারা আমার এবং অন্যদের জন্য জালিয়াতির আশ্রয় নিয়েছে। তাই সব গল্প এবং সংবাদ খারাপ।
এক বার্তায় ট্রাম্প জানিয়েছেন, গুগল, টুইটার ও ফেসবুককে ‘খুব সতর্ক’ হতে হবে।
হোয়াইট হাউজের সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, অনেক মানুষের থেকেই সুবিধা আদায় করে নিয়েছে গুগল, যা একটি গুরুতর বিষয়।
এ সময় ফেসবুক ও টুইটারকে উল্লেখ করে তিনি বলেন, তাদের সতর্ক থাকতে হবে, কারণ আপনি মানুষের সঙ্গে এমনটা করতে পারেন না, আমাদের কাছে হাজার হাজার অভিযোগ আসছে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কুডলো জানিয়েছেন, এসব প্লাটফর্মকে নিয়ন্ত্রণ করা হবে কি-না সেটি ‘খতিয়ে’ দেখা হচ্ছে।
সূত্র: বিবিসি
খবর৭১/জি: