খবর ৭১: রাখাইনে রোহিঙ্গা নিধনে গণহত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধে মিয়ানমার সেনাবাহিনী জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতিসংঘ গঠিত তদন্ত কমিটি।
জাতিসংঘ তদন্ত কমিটির প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সোমবার এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
সেই সাথে জাতিসংঘ তদন্ত কমিটি মিয়ানমার সেনাদেরকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিচারের সুপারিশ করেছে।
জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী ‘গণহত্যার অভিপ্রায়’ থেকেই রাখাইনের অভিযানে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মতো ঘটনা ঘটিয়েছে মনে করছে জাতিসংঘ গঠিত স্বাধীন আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
আইন প্রয়োগের নামে ভয়ঙ্কর ওই অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের সেনাপ্রধান এবং জ্যেষ্ঠ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদনে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে রাখাইনের পাশাপাশি শান ও কাচিন অঞ্চলের সেনাবাহিনীর বিরুদ্ধেও ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
সেখানে বলা হয়েছে, মিয়ানমারের নোবেলজয়ী নেত্রী অং সান সু চির বেসামরিক সরকার বিদ্বেষমূলক প্রচারকে উসকে দিয়েছে, গুরুত্বপূর্ণ আলামত ধ্বংস করেছে এবং সেনাবাহিনীর মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ থেকে সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থ হয়েছে।