মাদকবিরোধী অভিযান পরিচালনায় ৩১ জনকে গ্রেফতার

0
425

খবর৭১:রবিবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে সোমবার (২৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা, গাঁজা, হেরোইন ও নেশা জাতীয় ইনজেকশন

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ১৫০ গ্রাম গাঁজা, ১৯৭ গ্রাম ৩৬৯ পুরিয়া হেরোইন ও ১০ টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩টি মামলা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here