খবর৭১:একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২’ সংশোধন নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। তবে এতে কোনো পরিবর্তন আসবে কিনা তা বলা যাচ্ছে না।
আজ রবিবার সকাল ১০টায় ইসি সচিবালয়ের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে শুরু হয় কমিশন ৩৫তম এই সভা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আরপিও সংশোধনীর বিষয়ে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি ইভিএম ব্যবহারেরর বিষয়েও আলোচনা শুরু হয়েছে। আরো কয়েকটি বৈঠকের পরে সিদ্ধান্ত হবে কোন কোন ধারা পরিবর্তন আনা হবে।
তিনি জানান, সভায় আরপিও সংশোধন অনুমোদন পেলে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর তা মন্ত্রিপরিষদের অনুমোদন শেষে বিল আকারে জাতীয় সংসদের আগামী অধিবেশনে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।
খবর৭১/জি: