জাতির জনক কে হত্যা বিশ্বের ইতিহাসে এক লজ্জার অধ্যায় – এমপি শেখ আফিল উদ্দিন

0
341

জাহিরুল ইসলাম মিলন, যশোর জেলা প্রতিনিধি:
যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন সর্বপ্রথম জাতির জনকসহ ১৫ই আগষ্ট সকল শহীদদের প্রতি সমবেদনা ও মাগফিরাত কামনা করেন।

তিনি বলেন ,১৫ই আগস্ট বাংলাদেশের জাতির জনকসহ স্বপরিবারে নির্মম হত্যাকান্ড বিশ্বের ইতিহাসে আর কোন নজির নেই। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে যুদ্ধ পরবর্তী সময়ে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে স্বনির্ভরের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর কিছু বিপদগামী সেনা সদস্যরা জাতির জনককে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোরে স্বপরিবারে হত্যা করে জাতির পিতাকে। বিপথগামী সেনা সদস্যরা এতেই ক্ষান্ত হয়নি দেশকে ধ্বংস করার জন্য তারা ১৯৭১ এ পরাজিত পাক দোসরদের সহায়তায় বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে।

বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকার সময় অনেক অন্যায় অত্যাচার করেছে, দেশকে পঙ্গু বানিয়ে ছেড়েছে। আজ শেখ হাসিনার সরকার সেই সব বাধা-বিপত্তি উপেক্ষা করে মুজিব আদর্শের এ দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে চলছে। উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শক্তিশালী করতে হলে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বাঙালী জাতীর জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

তিনি সকল নেতাকর্মীদেরকে আগামী নির্বাচনে সজাগ থাকতে বলেন। নতুন নতুন কিছু নেতাদের অতিথি পাখি উল্লেখ করে বলেন দলীয় কোন্দল বাদ দিয়ে শার্শা উপজেলা আওয়ামীলীগের ছায়াতলে আসার আহ্বান জানান।

বেনাপোলের পৌর মেয়রকে উদ্দেশ্য করে বলেন বিগত বছরগুলো বেনাপোল পোর্টের লেবারদের ঘাম ছুটানো অর্থের ভাগ নেয়ার কথা উপস্থিত জনতাকে স্বরন করে দেন।

মাসব্যাপী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে শার্শা উপজেলার গোড়পাড়া সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিজামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, সহ সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজজামান, উপজেলা যুবলীগের সাঃ সম্পাদক ও শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহারাব হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কাযবা ইউপি চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ টিঙ্কু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন, ছাত্রলীগের শার্শা উপজেলা সভাপতি আব্দুর রহিম সরদার,উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here