সুন্দরগঞ্জে ২ মাদক কারবারী গ্রেপ্তার: মোটরসাইকেল জব্দ

0
483

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ২ মাদক কারবারীকে গ্রেপ্তার পূর্বক ৯টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।
মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল ওয়াহেদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। এতে উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ (ছমিরের বাজার) গ্রামের মোজাফ্ফর হোসেনের বাড়ি থেকে মাদক কারবারীদ্বয়কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো- জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খামার দশলিয়া গ্রামের আকবর আলীর পুত্র মাইদুল ইসলাম মারুফ (৩৩) ও গোলাম ফারুক শাহজাহানের পুত্র পাভেল মিঞা (৩২)। এ ঘটনায় বাড়ির মালিক মোজাফ্ফর হোসেন ওরফে মোজাফ্ফর পাগলাসহ ৩ জনের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করে আসমীদেরকে আদালাতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, আসামী মোজাফ্ফর হোসেনের বিরুদ্ধে একই আইনে আরো একটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here