এসকে,এমডি ইকবাল হাসান,লোহাগড়া(নড়াইল)প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জানা গেছে, দিবসটি পালন উপলক্ষে বুধবার সোনালী ব্যাংক মহাজন বাজার শাখা শোক র্যালি, দোয়া মাহফিল,আলোচনাসভার আয়োজন করে। এসময় ম্যানেজার মো: নূরুল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন দ্বিতীয় কর্মকর্তা কাজী জসিম উদ্দিন,শাহারিয়ার মুস্তাকিন,ব্যবসায়ি শংকর কুমার সাহা।
দুপুরে লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সংগঠনের সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাড:সৈয়দ আইয়ুব আলী। এছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি সিকদার আজাদ রহমান, মনজুরুল করিম মুন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী বণি আমিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান প্রমুখ।
দিবসটি পালন উপলক্ষে শিল্পপতি শেখ মো: আমিনুর রহমান হিমুর আয়োজনে শোকর্যালি বের হয়। এছাড়াও পৌর মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি মো: আশরাফুল আলমের নেতৃত্বে শহরে শোক র্যালি বের হয়। উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদও ব্যাপক কর্মসূচী পালন করে।