দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া উপজেলা নাগরিক উন্নয়ন কমিটি গঠনের লক্ষ্যে গত শনিবার সন্ধ্যায় মেইল বাসস্ট্যান্ড অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আ’লীগ নেতা আব্দুস সামাদ প্রামানিক এর সভাপতিত্বে ও জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক হাফিজার রহমান মাষ্টার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ আজাদ, উপজেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সাবেক কাউন্সিলর মহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা মিনি ট্রাক চালক শ্রমিক সমবায় সমিতির সভাপতি আছির উদ্দিন, সহসভাপতি সাবেক কাউন্সিলর মোংলা প্রামানিক, উপজেলা মিনি ট্রাক মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম বুলু, উপজেলা তরুন নাগরিক মে র সভাপতি শামীম উদ্দিন প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে আব্দুস সামাদ প্রামানিককে সভাপতি, মহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আশরাফ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১সদস্য বিশিষ্ট উপজেলা নাগরিক উন্নয়ন কমিটি গঠন করা হয়।
খবর ৭১/ইঃ