নাব্যতা সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে রো-রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ

0
339

মাদারীপুর প্রতিনিধিঃ
পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌ রুটে রো-রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। ফলে কাঁঠালবাড়ী ঘাটে তৈরি হচ্ছে পরিবহনের জট। শনিবার সকাল থেকে রো-রো ও স্রোতের বিপরীতে চলতে না পাড়ায় ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে কাঁঠালবাড়ী ফেরিঘাট কর্তৃপক্ষ পণ্য বোঝাই ট্রাকগুলোকে পাটুরিয়া-দৌলতদিয়া রুট ব্যবহারের পরামর্শ দিচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথের লৌহজং টার্নিং পয়েন্টে পদ্মা নদীতে দেখা দিয়েছে নাব্যতা সংকট। পানি স্বল্পতার কারণে রো-রো ও ডাম্প ফেরিগুলো চ্যানেল মুখ দিয়ে পাড় হতে পারছে না। ফেরির তলদেশ ঠেকে যাচ্ছে পদ্মার চরে। ফলে শনিবার সকাল থেকে রো-রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এদিকে চ্যানেল পাড় হয়ে মূল পদ্মায় প্রবেশ করতে গিয়ে তীব্র স্রোতের মুখে পরতে হচ্ছে কাঁঠালবাড়ী থেকে ছেড়ে আসা কেটাইপ ফেরিগুলো। ফেরী চলাচল ব্যহত হওয়ায় ঘাটে দেখা দিয়েছে চরম যানজট।
কাঁঠালবাড়ী ঘাটে পারাপারের অপেক্ষায় থাকায় কয়েকজন ট্রাক ড্রাইভার জানান, নদীতে পলি পরার কারনে বড় ফেরীগুলো চলাচল করতে পারছে না। ছোট ফেরী চলাচল করছে। গাড়ীর চাপ বেশী থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফলে পন্য বোঝাই ট্রাকগুলোকে ঘাটেই বসে থাকতে হচ্ছে। দীর্ঘ সময় পন্য নিয়ে ঘাটে অবস্থান করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। সরকারের উচিত নদী নিয়মিত ড্রেজিং করে রাখা।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন, বলেন, নাব্যতা সংকটের কারণে শুধু রো-রো ও ডাম্প ফেরি চ্যানেল অতিক্রম করতে পারছে না। রো-রো ফেরি চলাচলে কমপক্ষে আট ফুট পরিমাণ পানির দরকার, যা চ্যানেল মুখে নেই। তিনটি রো-রো ও ডাম্প ফেরি বন্ধ রয়েছে। শুধু কেটাইপ ৭টি ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here