বিএনপির সঙ্গে সংলাপের কোনও প্রয়োজন নেই: কাদের

0
256

খবর৭১ঃ বিএনপিকে ‘ছদ্মবেশী গণতন্ত্রী’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির গণতন্ত্র হচ্ছে ম্যাজিকের ন্যায়। তারা বিবিকে গোলাম আর গোলামকে বিবি বানায়। এরা ছদ্মবেশী গণতন্ত্রী। এদের সঙ্গে সংলাপের কোনও প্রয়োজন নেই।’

শনিবার (১১ আগস্ট) ধানমন্ডিস্থ রাসেল স্কয়ারে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৮’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলে।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘তাদের গণতন্ত্র হচ্ছে ১ ঘণ্টার মধ্যে ভোট শেষ। সরকারের দিন শেষ হয়নি। বিধ্বংসী রাজনীতির কারণে আপনাদের (বিএনপি) দিন শেষ। জনগণকে ধোঁয়া দিয়ে বোকা বানানোর দিন শেষে। আপনাদের জনগণ প্রত্যাখান করেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিএনপির নেতিবাচক রাজনীতির দিন শেষ। আপনাদের ইতিহাস আগুনে পুড়িয়ে মানুষ মারার ইতিহাস। ২০১৪ সালের মত এবারও বোমাবাজি করলে দেশের জনগণ আপনাদের প্রতিরোধ করবে।’

বিএনপির সঙ্গে সংলাপের কোনও প্রয়োজন নেই উল্লেখ করে কাদের বলেন, ‘যারা ১৫ আগস্টের খুনিদের পুরস্কৃত করেছে তাদের সঙ্গে কীসের সংলাপ। সংলাপের প্রয়োজন হলে নির্বাচন কমিশনে দরখাস্ত করেন।’

বিএনপি নেতাদের নিজেদের কথার মধ্যে মিল নেই মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি নেতাদের কথায় গরমিল। ফখরুল আর মওদুদের কথায় মিল নেই। তাহলে কার সঙ্গে কে সংলাপ করবে?’

ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপরের সভাপতিত্বে আরও বক্তৃতা করেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here