খবর ৭১ঃওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছে টাইগার বাহিনী। আগেই প্রকাশ হয়েছিল এবার হজে যাবেন বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার বিকেলে নিজের ফেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তিনি জানিয়েছেন তিনি পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রা করেছেন।
তিনি তার ফেসবুকে লিখেন, ‘এই পবিত্র জিলহজ্ব মাসে, একজন অনুগত মুসলিম হিসেবে পরম করুণাময় আল্লাহ্র নৈকট্য লাভের আশায় আল্লাহ্র ঘরে পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে যাত্রা করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আপনাদের সকলের নিকট দোয়া প্রার্থনা করছি যেন সুস্থ ও সুন্দরভাবে পবিত্র হজ্ব পালন করতে পারি। আমার বা আমার পরিবারের কোন ভুলের জন্য আপনাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আমিও আপনাদের সকলের মঙ্গল এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করব।
সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল। – সাকিব।
খবর ৭১/ইঃ