খবর ৭১ঃসিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানকে ৬ হাজার ২১১ ভোটে হারিয়ে আবারও সিলেটের নগর পিতা হচ্ছেন তিনি।
শনিবার (১১ আগস্ট) স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট গণনা শেষে আরিফুল হককে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত ঘোষণা করা হয়।
এর আগে মোট কেন্দ্র ১৩৪টির মধ্যে স্থগিত হওয়া ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ হয়।
গত ৩০ জুলাই গোলযোগে স্থগিত দুই কেন্দ্রে ভোট হলো আজ সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত।
স্থগিত দুটি কেন্দ্রে গড়ে ৫৮ দশমিক ৭৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ২২১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৩১২ জন। এখানে ভোট পড়েছে ৫৯ দশমিক ০৭ শতাংশ।
আর হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৫৬৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৫০১ জন। ভোটের হার ৫৮ দশমিক ৪৯ শতাংশ।
অর্থাৎ দুই কেন্দ্রে ভোট পড়েছে দুই হাজার ৮১৩টি। অথচ এই দুই কেন্দ্র ছাড়াই আরিফুল এগিয়ে চার ৬২৬ ভোটে। কাজেই তিনি জিতে গেছেন, এটা বলাই যায়।
খবর ৭১/ইঃ