উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল পুলিশ সুপার, মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম মহোদয়ের গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার চৌকশ পুলিশ টিম সীমাখালী পুরাতন ফেরীঘাট সংলগ্ন আসামী মোঃ সালমান শরীফ (২৩), পিতা-মোঃ ইউনুস শরীফ এর বাড়ী গিয়ে তার ব্যবহারিত ডিজিটাল ক্যামেরার ব্যাটারী চেম্বারের ভিতর অভিনব কায়দায় রাখা সর্বমোট ১০০ (একশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। উক্ত আসামী কক্সবাজার টেকনাফ এলাকায় টুরিষ্ট সেজে কৌশলে প্রায়ই তার ব্যবহারিত ক্যামেরার ভিতরে ইয়াবা ট্যাবলেট এনে এলাকার মাদকসেবীদের কাছে বিক্রি করত। শনিবার (১১আগস্ট) সকালে অভিযান শুরু করে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইশতিয়াক আহম্মেদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, এসময় আরো উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ক্যামেরার ব্যাটারী চেম্বারের ভিতর অভিনব কায়দায় রাখা সর্বমোট ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ সালমান শরীফ (২৩), নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করে।
খবর ৭১/ইঃ