মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ শনিবার অভিযান চালিয়ে নজরুল ইসলাম (২৩) কে ৬ হাজার টাকা জাল নোট এবং রফিকুল ইসলাম (৫৫) কে ৩১ পিচ ইয়াবাসহ আটক করেছে।
আটক কৃতরা হলেন, উপজেলার আঠারোজানি গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে নজরুল ইসলাম ও পার্শবতি দেবরপাড়া গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।
১১ আগষ্ট শনিবার বিরামপুর থানার উপ-পরিদর্শক এস আই খুরশিদ আলম জানান,গোপন সংবাদের ভিত্তিতে সংগিয় সৈনিকসহ উপজেলার দেবরপাড়া গ্রামে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় রফিকুল ইসলামের বাড়ি থেকে তাদের দুই জনকে আটক করা হয়। পরে তাদের শরির তল্লাশি করে নজরুল ইসলামের কাছে ৬ টি ১ হাজার টাকার জাল নোট এবং রফিকুল ইসলামের কাছে ৩১ পিচ ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস সবুর জাল টাকা, ইয়াবাসহ দুই জন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তারা মাদক ব্যবসায়ি আর মাদক ব্যবসায়িদের কোন ছাড় নাই তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।
খবর ৭১/ইঃ