মোবাইল পাঠাগারে শোক সভা কবি ওয়াহিদ ছিলেন প্রতিকুলতার বিরুদ্ধে আপোসহীন সংগ্রামী

0
435
Exif_JPEG_420

খবর ৭১ঃকবি আব্দুল ওয়াহিদ ছিলেন একজন স্বভাব কবি এবং প্রতিকুলতার বিরুদ্ধে আপোসহীন সংগ্রামী। অজপাড়াগাঁর মানুষের মধ্যে পাঠাভ্যাস সৃষ্টির জন্যে তিনি জাউয়া অ লের গ্রামে গ্রামে টুকরীতে করে বই নিয়ে ঘুরেছেন। মানুষের হাতে বিনামূল্যে তুলে দিয়েছেন বই। কম পড়াশোনা করেও তিনি বুঝতে পেরেছিলেন বই-ই মানুষকে আলোকিত করে।

সিলেট মোবাইল পাঠাগারের উদ্যোগে জাউয়া সাহিত্যিকপাড়া পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি আব্দুল ওয়াহিদের মৃত্যুতে আয়োজিত শোক সভায় মূখ্য আলোচকের বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সভাপতি সেলিম আউয়াল একথা বলেন। নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মেট্টোপলিটন ল’ কলেজ মিলনায়তনে গত শনিবার সন্ধ্যায় সিলেট মোবাইল পাঠাগার ৬৮৫তম সাহিত্য আসরে সভাপতিত্ব করেন অধ্যাপক এম এ হান্নান এবং মূখ্য আলোচনক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহসভাপতি গল্পকার সেলিম আউয়াল। আলোচনা অংশ নেন, এডভোকেট শাহ আলম মহিউদ্দিন। পঠিত লেখা নিয়ে আলোচনা করেন প্রাবন্ধিক কবি মোহাম্মদ আব্দুল হক।

সাহিত্যকর্মী তাসলিমা খানম বীথি’র উপস্থাপনায় সৈয়দ মুক্তদা হামিদ’র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া সাহিত্য আসরে লেখা পাঠে অংশ নেন, জয়নাল আবেদিন বেগ, সৈয়দ মুক্তদা হামিদ, সাজন আহমদ সাজু, জুবের আজমদ সার্জন প্রমুখ। গান পরিবেশন করেন গীতিকার বাহা উদ্দিন বাহার।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here