হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শিশু ইতি আক্তার (৬) নির্মম হত্যাকান্ডের জট দুই সপ্তাহেও উদঘাটন করতে পারেনি পুলিশ। এরই মাঝে বদল করা হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। হত্যাকান্ডটি নিয়ে এলাকায় এখনো চলছে তোলপাড়। অনেকে ধারণা করছেন, পরিবারের সাথে পূর্ব শত্রুতার জেরেই ঘটে থাকতে পারে নির্মম এ হত্যাকান্ড। আবার কারো কারে ধারণা, আলোচিত বিউটি হত্যাকান্ডের মত পরিবারের লোকজনই হতে পারে ঘাতক-সিমার।শিশু ইতি আক্তার গত ২৫ জুলাই সকালে মসজিদের পড়তে যায়। এরপর আর তাকে খুঁেজ পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়টি নিয়ে এলাকায় মাইকিংসহ থানায় একটি সাধারণ ডায়েরীও করা হয়। পরদিন ২৬ জুলাই সকালে একদল ডুবুরী মসজিদের পাশের পুকুরে উদ্ধার অভিযান চালায়। এক পর্যায়ে নিহত শিশুর পিতা আব্দুস শহীদ মসজিদের পার্শ্ববর্তী ধান ক্ষেত থেকে বস্তাবন্দী লাশ উদ্ধার করে। পরে ওই দিন রাতে নিহত শিশুর পিতা আব্দুস শহীদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে শায়েস্তাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মামলাটি তদন্তদের দায়িত্ব দেয়া হয় শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই) রাজীবুল ইসলামকে। এ ঘটনায় বিরামচর সাহেব বাড়ি জামে মসজিদের মোয়াজ্জিন শামীম আহমেদ ও বাবরু মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।৩০ জুলাই তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিকুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চুনারুঘাটে আইনী লড়াইয়ে দুই বছর পর সন্তানদের ফিরে পেলেন মা-
মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি ॥ চুনারুঘাটে আইনী লড়াইয়ে দুই বছর পর সন্তানদের ফিরে পেলেন মা। সন্তানদের ফিরে পেয়ে খুশিতে মা আত্মহারা। সন্তানরাও মাকে পেয়ে মহাখুশি। গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন সন্তানদের মা সাফিয়া খাতুন। তিনি জানান, চুনারুঘাট উপজেলার রাজার বাজার গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ূম দুলালের সাথে প্রায় ৮ বছর পূর্বে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে কন্যা ও পুত্র সন্তান জন্ম নেয়। এরই মাঝে আমাদের মনোমালিন্য দেখা দেয়। এতে আমি বাবার বাড়ি উপজেলার নোয়াবাদে চলে যাই। কিন্তু এ সময় সন্তানদেরকে আমার সাথে নিয়ে যেতে দেওয়া হয়নি। পরবর্তীতে সন্তানদেরকে ফিরে পেতে আমি আইনের আশ্রয় নেই। অবশেষে দুই বছর পর সন্তানদেরকে ফিরে পেয়েছি। সাফিয়া বলেন, সন্তানদেরকে ফিরে পেয়েছি। এখন তাদেরকে লেখাপড়া করিয়ে মানুষের মত মানুষ করতে চাই।
খবর ৭১/ইঃ