জাহিরুল ইসলাম মিলন,যশোর জেলা প্রতিনিধিঃ
জনসচেতনতা ও সেবামূলক সাংবাদিকতার শপথ নিয়ে যাত্রা শুরু করলো সারাদেশে ছড়িয়ে থাকা মাঠপর্যায়ে কর্মরত সংবাদকর্মীদের সমন্বয়ে গঠিত সংগঠন “প্রেস এসোসিয়েশন বাংলাদেশ”(প্যাব)। প্রাথমিক ভাবে ৫২ সদস্য বিশিষ্ট অস্থায়ী পাইলট কমিটি ঘোষনার মাধ্যমে আজ বুধবার সংগঠনটির যাত্রা শুরু হয়। জনসচেতনতামূলক সংবাদ পরিবেশনা, জনসেবাকেন্দ্রিক সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করার প্রয়াস নিয়ে সংগঠনটি এগিয়ে যাবে বলে জানান সংগঠনটির সদস্য সচিব এইচ এম মেহেদী হাসান অর্নব। এসময় তিনি সকল সাংবাদকর্মীকে সাংবাদিকতার সুনাম ফিরিয়ে আনার লক্ষ্যে এবং সেবামূলক সাংবাদিকতায় আত্মনিয়োগের উদ্দেশ্যে “প্রেস এসোসিয়েশন বাংলাদেশ” এ যোগ দেয়ার আহবান জানান।
প্রেস এসোসিয়েশন বাংলাদেশ অস্থায়ী কার্যনির্বাহী কমিটি নিম্নরুপ:
প্রেস এসোসিয়েশন বাংলাদেশ এর অস্থায়ী কার্যনির্বাহী আহবায়ক কমিটি-
আহবায়ক :
– ফয়সাল মাহমুদ, এশিয়ান টেলিভিশন।
যুগ্ম আহবায়ক-
-শরীফুল ইসলাম সুজন- দৈনিক আলোকিত সকাল।
– হোসাইন মারুফ, দৈনিক আজকের তালাশ।
সদস্য সচিব –
এইচ এম মেহেদী হাসান অর্নব- সাপ্তাহিক অগ্রযাত্রা।
বিভাগীয় সমন্বয়ক-
– ঢাকা বিভাগীয় সমন্বয়ক –
তামিম হোসাইন শাওন,এসবিপি চ্যানেল।
– চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক – শাহজালাল রানা, আলোকিত দেশ টুয়েন্টিফোর ডট কম।
– খুলনা বিভাগীয় সমন্বয়ক –
গাজী টুটুল, দৈনিক আমাদের অর্থনীতি।
– রংপুর বিভাগীয় সমন্বয়ক-
রকি আহম্মেদ, ডিবিসি নিউজ।
– রাজশাহী বিভাগীয় সমন্বয়ক-
আমানুল্লাহ আমান, চ্যানেল সিক্স।
– সিলেট বিভাগীয় সমন্বয়ক-
ফকির হাসান, দৈনিক নতুন ভোর।
– বরিশাল বিভাগীয় সমন্বয়ক-
শামীম হোসাইন, দৈনিক কলমের কন্ঠ।
আন্তর্জাতিক সমন্বয়ক-
– কুয়েত সমন্বয়ক:
বিলাল উদ্দিন, ইউ এস বাংলা নিউজ।
– ভারত সমন্বয়ক-
আবু আইয়ুব আনসারী, সাপ্তাহিক অগ্রযাত্রা।
– লেবানন সমন্বয়ক- হেলাল আহম্মদ, সিটিজি পোস্ট ডট কম।
– সৌদি আরব সমন্বয়ক- ফয়সাল আহম্মেদ, সাপ্তাহিক অগ্রযাত্রা।
জেলা সমন্বয়ক –
– কুষ্টিয়া জেলা সমন্বয়ক-
ফারুক হোসাইন, দৈনিক কালের বার্তা।
– ঝিনাইদহ জেলা সমন্বয়ক-
রিয়াজ উদ্দিন, দৈনিক গণমানুষের আওয়াজ।
– বান্দরবন জেলা সমন্বয়ক- চাহলা মারমা, দৈনিক যায়যায়দিন।
– দিনাজপুর জেলা সমন্বয়ক-
দয়াল ডিসি রায়, মূহুর্তনিউজ বিডি ডটকম।
– সিরাজগঞ্জ জেলা সমন্বয়ক-
নিহাল খান, মুক্তকন্ঠ ডট কম।
– যশোর জেলা সমন্বয়ক-
রাসেল ইসলাম, দৈনিক দিন প্রতিদিন।
– কিশোরগঞ্জ জেলা সমন্বয়ক- রাকিব হোসাইন, দৈনিক দেশের বার্তা।
– খাগড়াছড়ি জেলা সমন্বয়ক- মাসুদ রানা, দৈনিক জনতা।
– চট্টগ্রাম জেলা সমন্বয়ক-
মাইনুদ্দিন হাসান, দৈনিক স্বাধীন সংবাদ।
– গাজীপুর জেলা সমন্বয়ক-
দিদারুল ইসলাম,বীরগঞ্জবিডি ডট কম।
– লালমনিরহাট জেলা সমন্বয়ক- হাসানুজ্জামান হাসান, দৈনিক সবুজ বাংলা।
– মানিকগঞ্জ জেলা সমন্বয়ক- হাবিবুর রহমান, দৈনিক মুখপাত্র।
– লক্ষ্মীপুর জেলা সমন্বয়ক-
মাজেদুল ইসলাম, সিটিজি ক্রাইম টিভি।
– কুমিল্লা জেলা সমন্বয়ক – রাসেল আহম্মেদ, দৈনিক আগামীর সময়।
– পটুয়াখালী জেলা সমন্বয়ক- মাইনুদ্দিন আল আতিক, ভিন্নবার্তা ডট কম।
– ঠাকুরগাঁও জেলা সমন্বয়ক –
আবু তারেক বাধঁন, সংবাদ গ্যালারী ডট কম।
-হবিগঞ্জ জেলা সমন্বয়ক –
শিপার মাহামুদ, কলমবানী ডট কম।
– ঝালকাঠি জেলা সমন্বয়ক- পলাশ হাওলাদার, দৈনিক বাংলাদেশ বানী।
– নওগাঁ জেলা সমন্বয়ক, আবু রায়হান রাসেল- দৈনিক আলোকিত সকাল।
– কক্সবাজার জেলা সমন্বয়ক: নাজমুল সায়েদ সোহেল, দৈনিক প্রতিদিনের সংবাদ।
– গোপালগঞ্জ জেলা সমন্বয়ক: আব্দুল্লাহ আল মামুন, গোপালগঞ্জ সংবাদ.ডট কম।
সাধারন সদস্য-
– আমিনুর রহমান তুহিন, (বেনাপোল),দৈনিক সন্ধ্যাবাণী।
– জাহিরুল ইসলাম মিলন, দৈনিক জরুরী সংবাদ।
– জয়নাল আবেদিন,দৈনিক নওয়াপাড়া।
– আইয়ুব হোসাইন পক্ষী, দৈনিক কল্যাণ।
– শামীম হোসাইন নয়ন- দৈনিক প্রতিদিনের সময়।
– আরিফুল ইসলাম, দৈনিক গণমানুষের আওয়াজ।
– তামীম হোসাইন সবুজ- দৈনিক ভোরের পাতা।
– শাহরিয়ার হোসাইন, শর্শা বার্তা।
– আজিজুল ইসলাম, দৈনিক লোকসমাজ।
– আল আমিন গাজী, দৈনিক ভোরের অঙ্গীকার।
– মাসুম বিল্লাহ, দৈনিক সময়ের কাগজ।
– আসমাউল মুত্তাকীন,রংপুরের কন্ঠ।