খবর ৭১ঃশিক্ষার্থীদের আন্দোলনে উসকে দেয়ার জন্য গুজব ছড়ানোর অভিযোগে ছাত্র ফেডারেশনের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. মহসীন জানান, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্র ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন (২৩), রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ (২০), ইমদাদুল হক ওরফে আশিক (২৪) ও আব্দুল্লাহ আল সাহেদের (২০) বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করে কোতোয়ালি থানা পুলিশ।
এর মধ্যে মারুফ হোসেন ও আজিজুর রহমান আসাফকে প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার করা হয়। তারা সেখানে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করছিল।
খবর ৭১/ইঃ