মোঃ অালী হাসান,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়া জয়পুরহাটের কালাই উপজেলায় ৮
বছরের শিশু জনির জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (০৬ আগস্ট) বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সারোয়ার তার জামিন মঞ্জুর করেন। জনি কালাই উপজেলার তেলিহার গ্রামের দিনমজুর আব্দুর রশিদের ছেলে। সে তেলিহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, রোববার বিকেলে তেলিহার গ্রামে ছয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জনিকে আসামি করে মামলা করেন। ওইদিন রাতেই জনিকে
গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরে তাকে জয়পুরহাট আদালতে নেওয়া হলে বিচারক তাকে কিশোর সংশোধনাগারে না পাঠিয়ে
জামিনে মুক্ত করে দেন। এ বিষয়ে জনির পক্ষের আইনজীবী মঞ্জরুল বারী রনি
বলেন, জনির চলমান পরীক্ষার কথা বিবেচনায় এনে বিচারক তার বাবা এবং আমার জিম্মায় জামিন দেন। সে এখন পরিবারের সদস্যদের কাছে রয়েছে।
খবর ৭১/ইঃ