সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে সাড়ে তিন শ’ পিস ইয়াবা ট্যাবলেট ও পাঁচ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গতকাল (বুধবার) শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শাম্মি গিফ্ট এন্ড ফুল মেলা নামের এক দোকান থেকে ওই মাদকদ্রব্য উদ্ধার করেছে নীলফামারী মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় আরশাদ (৪২) ও সুমন (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকেও গ্রেপ্তার করা হয়।
নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খবির আহমেদ জানান, সোর্সের দেওয়া খবরের তারা জানতে পারেন বর্তমান সময়ে দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের কারণে কৌশল বদলে ফুলের দোকানে ইয়াবা ও ফেনসিডিল বেচাবিক্রি করছেন মাদক ব্যবসায়ীরা। এমন ভিত্তিতে গতকাল বুধবার সকাল থেকে ওই দোকানের আশপাশের এলাকায় অবস্থান নেয় দপ্তরের সদস্যরা। পরে দুুপুরে ওই ফুলের দোকানে অভিযান চালানো হয়। এ সময় শহরের নতুন সবজি বাজার এলাকার জাহিদ আলমের ছেলে সুমনের কাছ থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও গার্ডপাড়ার আরশাদ (৪২) এর কাজ থেকে ১০০ পিস ইয়াবা ও বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানকালে নতুন বাবুপাড়ার মৃত.শামসুদ্দিনের ছেলে নাসিম (৩০) কৌশলে সটকে পড়ে।
এ ঘটনায় তিনজনকে আসামি করে সৈয়দপুর থানায় মামলা হয়েছে।
খবর৭১/এসঃ