হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জঃ
ছাতকে সাজনা বেগম(৩০) নামের এক গৃহবধূর রহস্যময় মৃত্যু নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হামপাতাল মর্গে প্রেরন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মঈনপুর মাঝপাড়া গ্রামে। দু’সন্তানের জননী সাজনা বেগম গ্রামের ফয়জুল ইসলামের স্ত্রী। স্বামীর পক্ষের লোকজনের দাবী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে সাজনা বেগম। অপরদিকে সাজনা বেগমের পিতার বাড়ির লোকজন বলছে পরকিয়ার কারনে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানান, সম্প্রতি তুচ্ছ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ ঘটে আসছিল। রোববার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে। সোমবার সকালে ঘরের মেঝেতে পড়ে থাকা সাজনা বেগমের লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে ছাতক থানার এসআই শফিকুল ইসলাম ছুরতহাল তৈরী করে লাশ মর্গে প্রেরন করেন। এসময় গৃহবধূর মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়। সাজনা বেগমের স্বামী ফয়জুল ইসলাম রোববার রাতে তাদের মধ্যে ঝগড়া হওয়ার কথা স্বীকার করে জানান, অভিমানে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বসন্তপুর গ্রামেরতনকুছ মিয়ার পুত্র সাজনা বেগমের বড় ভাই আশিক মিয়া জানান, স্বামীর পরকিয়ায় বিরোধিতা করায় প্রায়ই তার বোনকে মারপিট করতো ফয়সল। পরকিয়ার বিষয়টি চরিতার্থ করতেই তার বোনকে হত্যা করা হয়েছে। এসআই শফিকুল ইসলাম জানান, আত্মহত্যার কোন আলামত পাওয়া যায়নি। তবে মাথার ডান দিকে ও ডান পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের পর বিষয়টি জানা যাবে
খবর ৭১/এসঃ