মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

0
338

মাগুরা প্রতিনিধি॥‘স্বয়ং সম্পূর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় গতকাল শনিবার শেষ হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮। এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পন্ন হওয়ার পাশপাশি মাছের উৎপাদনও বেড়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা মৎস্য কর্মকর্তা নারায়ন চন্দ্র দাস, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী প্রমুখ। আলোচনা সভা শেষে জেলার ৪ জন শ্রেষ্ঠ মৎস্য চাষিকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here