গোদাাগাড়ী,রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে বজ্রপাতে দুইটি মহিষের মৃত্যু হয়েছে। বুধবার ৩টার দিকে উপজেলার আমতলা হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সৃত্রে জানাযায়, বিকাল ৩টার বৃষ্টির সাথে আকাশে প্রচন্ডভাবে মেঘ ডাক ছিলো । ওই গ্রামের সাইফুদ্দীনের ছেলে সিরাজুল ইসলামের বাড়ীর বাইরে পুকুর পাড়ে ৪ টি মহিষ ও ১ টি গরু ঘাস খাচ্ছিল।
হঠাৎ করেই আকাশ হতে বজ্রপাত হলে সাথে সাথেই দুইটি মহিষ মারা যায়।
পরে বাড়ীর লোকজন জানতে পেরে বাকি মহিষ ও গরু সরিয়ে নেয় এবং পরে মহিষ দুটিকে মাটি দেওয়া হয়। মহিষ দুটির মূল্য দেড় লক্ষটাকা বলে সিরাজুল ইসলাম জানান।