সুন্দরগঞ্জে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে নির্যাতন

0
290

আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে মোর্শেদ আলম অর্ণব নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতন করেছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান সরকার।
জানা যায়, বুধবার উপজেলার বেলকা মণিকা সরকারী প্রথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হাসান সরকারের বিরুদ্ধে এ ঘনটনার বিচার চেয়ে ঐ শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার বাবা জাহাঙ্গীর আলম উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ পত্র দাখিল করেছেন। এ ব্যাপারে নির্যাতিত বেলকা মণিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মোর্শেদ আলম অর্ণব জানায়- ‘প্রতিদিনের মতোই গত শনিবার আমি বাই-সাইকেল নিয়ে বিদ্যালয়ে যাই। সে দিন ভুল বশতঃ সাইকেলে চড়েই ক্যাম্পাসে প্রবেশ করি। এতে ক্ষীপ্ত হয়ে হাসান স্যার আমাকে বেত্রাঘাত করতে থাকলে আমি স্যারের কাছে ভুল স্বীকার করি। তারপরও স্যার আমাকে ক্ষমা না করে আমার শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাত করতে থাকে। এতে আমার ডান হাতের কব্জি থেকে তালার অপর পৃষ্ঠে মারাত্মকভাবে জখম হই। বর্তমানে ক্ষত স্থানে রক্ত জমাট বেঁধে কালো বর্ণের ছাপ পড়েছে। আমি বর্তমানে এই হাত দিয়ে লেখতে পারছিনা। এমনকি হাসান স্যারের ভয়ে স্কুলে যেতে সাহস পাইনা’। নির্যাতিত শিক্ষার্থী অর্ণবের বাবা জাহাঙ্গীর আলম জানান- ‘আমার ছেলে নির্যাতনের স্বীকার হয়ে এখন শারিরীকভবে অসুস্থ্য। সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। লেখা-পড়া করতে পারছে না। এ ঘটনার জন্য দায়ী শিক্ষক আবু হাসান সরকারের সমুচিত শাস্তি দাবী করছি’।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার- এসএম গোলাম কিবরিয়া জানান- অভিযোগ মর্মে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
খবর ৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here