বুয়েটের তিন শিক্ষককে হাইকোর্টে তলব

0
317

খবর ৭১:তিন বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) তিন ছাত্রীকে উত্ত্যক্ত ও এক ছাত্রকে শারীরিক হামলার অভিযোগের তদন্তে গঠিত কমিটির তিন সদস্যকে তলব করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি গৌবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তদন্ত কমিটির তিন শিক্ষক হলেন- কমিটির আহ্বায়ক তড়িৎ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল আহসান, কমিটির সদস্য যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী ও পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রওশন মমতাজ।

আইনজীবী এ বি এম আলতাফ হোসেন জানান, তিন শিক্ষককে আগামী ২৪ জানুয়ারি হাইকোর্টে এসে তদন্ত প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

খবর ৭১/ এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here